::: আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :::
আনোয়ারায় মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন এ জরিমানা করেন ।
ভ্রাম্যমান আদালতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে চাতরী চৌমুহনী বাজার এলাকায় চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সে সাথে কাঁচা বাজার, মাংস বিক্রেতা, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রেতাদের অতিরিক্ত দ্রব্যমূল্যের বিষয়ে সতর্ক করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত কার্যক্রম মনিটরিং করা হবে বলে জানান তিনি।
এইবাংলা/হিমেল