18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

    আরও পড়ুন

    ::: গিয়াস উদ্দিন, চট্টগ্রাম :::

    হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    শুক্রবার (২৪মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরেজমিন  দেখা যায় রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

    তিনি আরো বলেন, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর