:: নিজস্ব সংবাদদাতা বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ মো. ফারুক নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সরল ইউপির ডেবা পারা এলাকায় এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক মো. ফারুক সরল ইউপির মধ্যম সরল এলাকার আনোয়ারুলের পুত্র। অভিযানে দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএমের দিকনির্দেশনায় শুক্রবার সকালে আসামি মো. ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ফারুককে আটক করা হয়। চলতি মাসে পুকুরিয়া ও চাম্বল ইউপি থেকে আরও দুটি অস্ত্র ও ৬৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরলে অভিযান পরিচালনা করে মো. ফারুককে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।