28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    হালিশহরে পনেরটি চোরাই রিক্সা উদ্ধার, আটক ৭

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    অটো রিক্সার চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে চট্টগ্রামের হালিশহর থানার পুলিশ। এসময় তাদের কজ্বা থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বিভাটেক ও ব্যাটারী চালিত অটো রিক্সাসহ মোট পনেরটি রিক্সা।

    হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ এই চক্রটি বিভিন্ন সময় অটো রিক্সার মালিক ও চালকের সাথে প্রতারনা করে কৌশলে রিক্সা চুরি করে আসছিল  । ভুক্তভোগীদের অভিযোগ ও মামলার পর বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে তাদের আটক করতে সমর্থ হয় পুলিশ।

    পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা অটো রিক্সা চুরির বিভিন্ন ঘটনা স্বীকার করেছে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হালিশহর এলাকার জনৈক ব্যবসায়ী  মোঃ জাহাঙ্গীর হোসেন পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করে যে  তার মালিকানাধীন দুটি রিক্সা ভাড়াটিয়া  রিক্সাচালকদের সাথে প্রতারণা করে চুরি করে নিয়ে গেছে। গেল ১৩ ফেব্রুয়ারী রাত আটটার দিকে হালিশহর থানাধীন আশ্চার্যপাড়া পলিটেকনিক্যাল কলেজ এলাকায়  রেল লাইনের একপাশে রিকসা রেখে চালক ইমরান প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে মুহূর্তেই চুরি করে নেয় চোর।

    একইভাবে ২০ শে শার্চ অন্য একটি অটো রিক্সা হালিশহরের এ ব্লক থেকে চুরি করে নেয়া হয় চালক রুবেলের কাছ থেকে। নিউ এ-ব্লক শিশুশরী এলাকার জামে মসজিদের পাশে আজিজ মঞ্জিল বিল্ডিংয়ের সামনে থেকে অভিনব কায়দায় যাত্রীরুপী চোর রুবেলের রিকসা নিয়ে যায়।

    রুবেলের ভাষ্যমতে, রাত সাড়ে নয়টায় অজ্ঞাতনামা যাত্রী বিল্ডিংয়ের নিচে দাঁড়াতে বলে  । অজ্ঞাতনামা সেই যাত্রী তার কোমড়ের ব্যথার কথা বলে আমাকে বলে যাত্রীর সাথে থাকা চাউলের ব্যাগটি বিল্ডিংয়ের ২য় তলায় উঠিয়ে  দিতে।  অটোরিক্সাটি উক্ত স্থানে রেখে সরল বিশ্বাসে চাউলের বস্তাটি বিল্ডিংয়ের ২য় তলায় পৌঁছায় দিতে উঠি। বিল্ডিংএ উঠার পর পিছনে সেই যাত্রীকে দেখতে না পেয়ে  বিল্ডিংয়ের সিঁড়ির জানালা দিয়ে নিচের দিকে তাকালে দেখি,  বিভাটেক অটোরিক্সাটি যাত্রীবেশী সেই চোর চুরি করে নিচ্ছে। ঘটনাস্থলে উৎ পেতে ছিলো আরও দুই চোর।

    পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত ২টার দিকে  পাহাড়তলী থানাধীন সরাইপাড়া জনৈক রাশেদের অটোরিক্সার গ্যারেজে  চুরি হওয়া অটোরিক্সা ২টি আছে বলে নিশ্চিত হবার পর এসআই (নিরস্ত্র)  মোঃ রুহুল আমিনের নেতৃত্ব  পুলিশের একটি টিম পাহাড়তলীর সেই গ্যারেজে উপস্থিত হয়ে আসামী ইয়াকুল শেখ সাইফুলকে (২৮)  গ্রেফতারপূর্বক হেফাজতে নেয়। সেখান থেকে বাদীর চুরি যাওয়া অটোরিক্সা দুইটিসহ আরো ১টি চোরাই অটোরিক্সা (ব্যাটারী) উদ্ধার করা হয়।

    তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অটোরিক্সা চোরদলের  সক্রিয় সদস্য মোঃ রফিক আলম (২২),মোরশেদ আলম(১৯),মোঃ আফিফ রহমান সেলিম (১৯),উত্তম কুমার সিং (২৯),মোঃ হেলাল (২০),মোঃ আব্দুল কাদের টিপুকে (৩০) গ্রেফতার করা হয়।

    জিজ্ঞাসাবাদে আসামী  সাইফুল (২৮) জানায় যে, পাহাড়তলী থানাধীন সরাইপাড়ায় রাশেদের অটোরিক্সা গ্যারেজে বাবসায়ের আড়ালে আসামী মোরশেদ আলম সবুজ (১৮), আসামী আফিফ রহমান সেলিম (১৮) এবং আসামী রফিকুল আলম (২২) পূর্ব পরিকল্পনা মোতাবেক দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সা চুরি করে আনত। সে সহ আসামী মোঃ আব্দুল কালো টিপু (৩০), মোঃ হেলাল (২৬), উত্তম কুমার সিং (২৯) চোরাই অটোরিক্সা নিজেদের দখল ও হেফাজতে রেখে পরিচালনা করতো। গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ অটোরিক্সা চোর চক্রের সদস্য।

    চুরির ঘটনায় দ জাহাঙ্গীর আলম এজাহার দায়ের করলে পেনাল কোডের ৩৭৯/৪১১/৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলার রুজুর পরে ধৃত আসামীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক মোঃ আব্দুল কাদের টিপুকে গ্রেফতার করা হয়। টিপুর দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন ২টি অটোরিক্সাসহ- সর্বমোট ১৫টি অটোরিক্সা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর