::: আন্তর্জাতিক ডেস্ক :::
ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন। এ হামলার পর প্রতিক্রিয়া হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি করে বলেন, রাশিয়ার প্রতিটি আঘাতের যথাযথ জবাব দেবে ইউক্রেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। নিহত ছাড়াও এই হামলায় সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জেলেনস্কি বলেন, আমাদের শহরে শহরে যে হামলা চালানো হচ্ছে, প্রতিটি হামলার নিশ্চিত যথাযথ জবাব দেব আমরা। রাশিয়ার সব আঘাতকে সামরিক, রাজনৈতিক ও আইনি জবাব দেয়া হবে।
এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বাখমুত পরিদর্শন করে সেখানে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে দেখা করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখায় সেনাদের মেডেল দিয়ে পুরস্কৃত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোয়েটশার্ট ও সামরিক খাকি ট্রাউজার পরা জেলেনস্কি যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে গত কয়েকমাস ধরেই চরম লড়াই চলছে।
ইউক্রেন যুদ্ধে এখন আলোচনার কেন্দ্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত। বাখমুত দখলের জন্য গত ৬-৭ মাস ধরে ভারী আক্রমণ চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী।
এইবাংলা/তুহিন