::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছে আরও ৮০ পরিবার। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বাঁশখালী প্রান্তে গৃহ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমবায় কর্মকর্তা গাজী মো. ওমর ফারুক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান প্রমুখ।
জানা যায়, বাঁশখালীতে চতুর্থ পর্যায়ে এবার পৌরসভার ৮ নং ওয়ার্ডে গৃহহীন ও ভূমিহীন ৮০ পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। বাঁশখালীতে এর আগে তিন দফায় আরও ১৯৬ গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই গৃহ প্রদান করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, বাঁশখালীতে চতুর্থ পর্যায়ে ৮০ গৃহহীন পরিবারকে আজ গৃহ হস্তান্তর করা হয়েছে। সামনে ঈদ আসছে, এই পরিবারগুলো এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নিজের ঘরে ঈদ করতে পারবে এরচেয়ে আনন্দের আর কি আছে।
এইবাংলা/হিমেল