::: জোবাইর চৌধুরী, বাঁশখালী :::
বঙ্গোপসাগরের চট্রগ্রামের আনোয়ারার গহিরা অংশে লবণ বোঝাই নৌকাডুবির ঘটনার তিন দিন পর নিখোঁজ মাঝি নেছার আলীর (২৮) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের আনোয়ারার গহিরার রাতাখোদ্দ অংশে ডুবন্ত লবণবোঝাই নৌকার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, ও চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণ বোঝাই করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ১৯ মার্চ রোববার সকালে কাল বৈশাখী ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারনে সাগরে ডুবে যায় ৬টি লবণ বোঝাই নৌকা। এ ঘটনায় ৫টি নৌকার ২৪ জন মাঝি মাল্লাদের নিরাপদে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল বাঁশখালীর নেছার আলী।
আনোয়ারা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, লবণবোঝাই নৌকাডুবির ঘটনার পর থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে নেচার আলীর সন্ধান পাওয়া যায়নি। সাগরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারনে নেছার আলীর উদ্ধার অভিযান তল্লাশি কার্যক্রম ব্যাহত হয়েছিল।
তবে আজ বুধবার সকাল ১১টার দিকে ডুবুরির একটি দল বঙ্গোপসাগরের আনোয়ারার গহিরার রাতাখোদ্দ অংশে ডুবন্ত লবণবোঝাই নৌকার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের লবণবোঝাই নৌকা ডুবির ঘটনার তিনদিন পর নিখোঁজ মাঝি নেছার আলীর লাশ উদ্ধার করার খবর পেয়েছি। নিহত মাঝিকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ, গত ১৯ মার্চ রোববার সকালে কাল বৈশাখী ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারনে বঙ্গোপসাগরের আনোয়ারার গহিরা অংশে লবণবোঝাই নৌকা ডুবে গেলে নিখোঁজ হন নৌকার মাঝি নেছার আলী। নিখোঁজ নেছার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের রহমান বাড়ির নাগু মিয়ার ছেলে বলে জানা যায়।
এইবাংলা/হিমেল