28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    চান্দগাঁও বোয়ালখালীর উপ নির্বাচনে নৌকার হয়ে লড়তে চান ফ্লোরিডার ইমরান

    আরও পড়ুন

    ::: সালমান কবির :::

    চট্টগ্রামের বোয়ালখালী, চান্দগাঁও আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  মোহাম্মদ ইমরান। এছাড়া তিনি ফ্লোরিডার বাংলাদেশ এসোসিয়েশনেরও সভাপতি। যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির পরিচিত নেতা মোহাম্মদ ইমরান উপ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নিজের মাতৃভূমি চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে চান। পঞ্চাশ বছরের আওয়ামী  রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তার।

    মঙ্গলবার (২১ শে মার্চ) বিকেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে  মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

    খোঁজ নিয়ে জানা যায়, আশির দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দীর্ঘদিন থেকে মোহাম্মদ  ইমরান চান্দগাঁও বোয়ালখালীতে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নিজের প্রতিষ্ঠা করা তাহের-নাহার ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থার মাধ্যমে তিন যুগের বেশি সময় ধরে এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি।

    তাহের-নাহার ফাউন্ডেশন ১৯৮৪ থেকে এই পর্যন্ত বোয়ালখালী চান্দগাঁও এলাকায় ৩০০ বাড়ি নির্মাণ করেছে। সর্বশেষ ২২ লক্ষ টাকা ব্যয় বোয়ালখালীর একটি অসহায় পরিবারকে বাড়ি নির্মাণ করে দেয় তাহের-নাহার ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে সংস্থাটি করোনা আইসোলেশন সেন্টারকে হাই ফ্লো নজেলা অনুদান হিসেবে প্রদান করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইটিপিসিআর ল্যাবের যন্ত্রপাতি ক্রয়ে অনুদান প্রদান করে মোহাম্মদ ইমরান। তাহের- নাহার ফাউন্ডেশন দীর্ঘ থেকে চান্দগাঁও বোয়ালখালীর বিভিন্ন  এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে নানাভাবে স্বচ্ছতা এনে দিয়েছে। এলাকার মেধাবীদের শিক্ষিত করে গড়ে তুলতে অসংখ্য গরীব শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ভার বহন করার পাশাপাশি  নিজের প্রতিষ্ঠানেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। একই সাথে এলাকার  এতিম ও অসহায় পরিবারের মেয়েদের বিয়ে, নিম্মবৃত্তের মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন মোহাম্মদ ইমরান।

    মুক্তিযুদ্ধকালীন যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন ইমরানের চাচা  বীর মুক্তিযোদ্ধা আবদুন নুর। মুক্তিযুদ্ধের উত্তার সময়ে হানাদার বাহিনী তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করেছিলেন। মুক্তিযোদ্ধাদের ওষধ সরবরাহ ও গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয় ফাঁস হলে তিনি হানাদার বাহিনীর রোষানলে পড়েন। হানাদার বাহিনীর নির্যাতনের  ক্ষত গলায় নিয়ে এখনো বেঁচে আছেন তার মুক্তিযোদ্ধা চাচা।

    ২০০১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিটিংএ ইমরান

    সমসাময়িকদের ভাষ্যমতে ‘৭৫ পরবর্তী আওয়ামী লীগের বিপদ সংকুল  সময়ে জাসদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তৎকালীন ছাত্রনেতা মোহাম্মদ ইমরান। জাসদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মারামারিতে জড়িয়ে মারাত্মক জখমের শিকারও হয়েছিলেন তিনি। ৭৫ পরবর্তী সময়ে নানা প্রেক্ষাপটে সমসাময়িক নেতাদের অনেকেই দল পরিবর্তন করলেও ছাত্রজীবন থেকে এখন অবধি দলের নেতৃত্বে অবিচল আস্থার প্রমাণ রেখেছেন তিনি।

    এক এগারোতে সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা মঈনউদ্দীন -ফখরুদ্দিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ইমরান। ফ্রোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন সময়ে কারাবন্দী  শেখ হাসিনার মুক্তির দাবিতে কংগ্রেস নেতাদের কাছে দাবি উত্তাপন করার কারণে তৎকালীন সেনাবাহিনীর রোষানলে পড়েন ইমরান। এক এগারোর সংকটকালে যুক্তরাষ্ট্র তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদকে সাথে নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্য এল সি হেস্টিং এর সাথে  বেশ কয়েকদফা বৈঠক করেন। কারাবন্দি  শেখ হাসিনার মুক্তি দাবিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মুলধারার রাজনৈতিক নেতাদের মাঝে জনমত গড়ে তুলেন। ফ্লোরিডায় বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেয়া বেশকিছু কর্মীসভার সঞ্চালনাও করেছেন মোহাম্মদ ইমরান।

    ফ্লোরিডায় কর্মীসভায় বক্তব্যরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, সভায় মঞ্চে উপস্থিত মোহাম্মদ ইমরান

    যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে জানা যায়, এক এগারোর উত্তাল সময়ে যে কয়জন প্রবাসী নেতা আমেরিকা ও ইউরোপ জুড়ে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ছিলেন,  তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ইমরান।

    খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন ইমরান। উচ্চমাধ্যমিকে অধ্যায়নরত অবস্থায়  চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৮০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

    তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তোর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে বিএ, এমএ (মাস্টার্স) সম্পন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্র বসবাস করা মোহাম্মদ ইমরান বেশকিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন চট্টগ্রামে। তার মালিকানাধীন পোষাক তৈরি কারখানা এবং প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানে পাঁচ হাজারের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্য তিনি। একই সাথে চট্টগ্রাম শিল্প ও বনিক সমিতির সদস্য মোহাম্মদ ইমরান।

    ১৯৯১,১৯৯৬,২০০১, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দলের প্রার্থী সাথে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ইমরানের। ১৯৯১ ও ১৯৯৬ সালে  দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে নানা নির্যাতনের শিকারও হন তিনি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মাঠে সক্রিয় থাকার কারণে বিএনপি জামাতের রোষানলে পড়েন তিনি।

    এছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে চান্দগাঁও বোয়ালখালী আসনের দলের প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দানবীর ও জনদরদী আওয়ামী লীগ নেতা ‘মোহাম্মদ ইমরান’ । দলের পক্ষে সামনের কাতারে থেকে ভূমিকা রেখেছিলেন প্রতিটি সিটি করপোরেশন নির্বাচনে।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো এবং  সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে বেশ পরিচিতি রয়েছে মোহাম্মদ ইমরানের। সখ্যতা রয়েছে নগর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের সব গ্রুপ উপগ্রুপের  নেতাকর্মীদের সাথে। ক্লিন ইমেজ এবং সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাবার কারণে উপ নির্বাচনে ( জাতীয় সংসদ) মোহাম্মদ ইমরানকে নৌকার প্রার্থী হিসেবে ভালো অপশন হিসেবে দেখছেন এলাকাবাসী।

    প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন চৌধুরী মৃত্যুবরন করার কারণে আসনটি শুন্য হয়। এই (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এখন পর্যন্ত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ২৫ জন  এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নমিনেশন ফর্ম তুলেছেন।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর