28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গাড়ি বহরে হামলা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    আরও পড়ুন

    ::: আল আমিন,নাটোর প্রতিনিধি::: 

    নাটোর সদর উপজেলা স্বনির্ভর সমবায় সমিতি লিমিটেড ইউসিসি এর পরিচালনা পর্ষদের নির্বাচনের স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাই শরিফুল ইসলাম শরিফকে হারিয়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার সভাপতি নির্বাচিত হন।

    নির্বাচন শেষে গাড়ি বহর নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন ডলার। এসময় নাটোর শহরের কানাইখালি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলা হয়।এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং পুলিশের আশ্বাসে ঘন্টা খানেক পরে অবরোধ উঠিয়ে নেয়।

    জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ অভিযোগ করে বলেন, এমপি শিমুলের নির্দেশে হাইব্রিড ক্যাডার কুত্তা সেলিম ও তার অনুসারীরা ন্যাক্কারজনক এই হামলা চালিয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ জানান, কুত্তা সেলিমসহ সকল হামলাকারীদেরকে দ্রুত গ্ৰেফতার করতে হবে,না হলে ছাত্রলীগ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর