18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    আমরা বাঙালি এটাই আমাদের বড় পরিচয়

    আরও পড়ুন

    ::: আল আমিন,নাটোর প্রতিনিধি::: 

    সব শ্রেণি পেশার মানুষের রক্তের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ ।এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোন আলাদা পরিচিতি নেই। তাই এখানে সংখ্যালঘু বলে কিছু নেই।আমরা বাঙালি এটাই আমাদের বড় পরিচয়। বাঙালি হিসেবেই আমাদের অধিকার আদায় করে নিতে চাই। নাটোরে আন্ত:ধর্মীয় সংলাপে -ধর্ম প্রতিমন্ত্রী শেখ ফরিদুল হক এমপি একথা বলেন।

    ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করন শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ।

    ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার  সকাল দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।

    বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

    এসময় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ,উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, থানার ওসি, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

    সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এই নীতি আমাদেরকে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়, মানবিক আচরন করতে শেখায়। উগ্র সাম্প্রদায়িক শক্তির কারনে পাকিস্তান, আফগানিস্তান, ইরাকের মত দেশ বিপন্ন হয়ে গেছে। তাই এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

    ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর