18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    বাঙ্গালহালিয়াতে পাঁচ লক্ষাধিক টাকার কাঠসহ দুটি মিনি ট্রাক আটক

    আরও পড়ুন

    ::: দিলীপ দাস,  রাজস্থলী প্রতিনিধি :::

    রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়াতে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার মুল্যবান কাঠ আটক করেছেন বনবিভাগ। বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল জানান,  গত ২০ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশনের নেতৃত্বেও বাঙ্গালহালিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ৫৬ বেঙ্গল যৌথ টহলে গোপন সংবাদে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১০ টা হতে ১২ টা সময় দুইটি বনজদ্রব্য বোঝাই দুইটি মিনি ট্রাক গাড়ী আসতে দেখা যায় এবং গাড়িটি ধাওয়া করা হয়। এক পর্যায়ে অবৈধ কাঠ পাচার কারি এবং গাড়ির চালক ও হেলপার তারা গাড়ি দুইটি ফেলে পালিয়ে যায়।

    তাৎক্ষনিক সেগুন গোল ২৫৮ পিচ এবং গামার গোল ১১পিচ , করই ১১পিচ মিলে মোট ৩১২.৯৩ ঘন ফুটসহ সেগুন ১০৫ টি বল্লি ওবিবিধ কাঠ বোঝাই মিনি ট্রাক গাড়ী নং পিরোজপুর ১১-০২৬৬ । কুষ্টিয়া ১১-০১১৬ তল্লাশী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় কাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাঙ্গালহালিয়া কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হবে বলে জানান। এদিকে কাপ্তাই বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অবৈধ কাঠ পাচার রোধে অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর