:::হাটহাজারী প্রতিনিধি :::
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর ঘর পাবে ১৫২ পরিবার
মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১৫২ পরিবারের মাঝে আগামী (২২শে মার্চ) বুধবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
যার মধ্যে পৌরসভায় ৬৪টি, উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৬৩টি এবং ফরহাদাবাদ ইউনিয়নে ২৫টি ঘর রয়েছে। সোমবার (২০ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
এসময় তিনি আরো জানান, মুজিববর্ষ উপলক্ষে হাটহাজারীতে প্রথম ধাপে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীর মাঝে ১৫টি ও দ্বিতীয় ধাপে ১০টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়াও তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ এ পর্যন্ত সর্বমোট ১০৯টি ঘর হস্তান্তর করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ভূমি ও গৃহ হস্তান্তরের বিষয়ে তিনি আরো বলেন, আগামী বুধবার ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে হাটহাজারী প্রান্তে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম ও ভাইস চেয়ারম্যানদ্বয়সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সমাজের সকল স্তরের মানুষকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনরোধ করেন তিনি। এ সময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।