27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    আপোষে ভূমি বিরোধ মীমাংসায় নজির গড়লো রাঙ্গামাটি লিগ্যাল এইড অফিস

    আরও পড়ুন

    ::: মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি:::

    দেশে প্রথমবারের মত নালিশী জমিতে সরেজমিন গিয়ে বিরোধ মীমাংসা সভা কার্যক্রমের সুফল পাওয়া শুরু করেছে রাঙ্গামাটির বিচারপ্রার্থী মানুষ।

    লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, ২০২২ সাল ও ২০২৩ সালের প্রথম দুই মাসের নিষ্পত্তির পরিসংখ্যাণ পর্যালোচনায় দেখা যায় গত ১৪ মাসে লিগ্যাল এইড অফিস রাঙ্গামাটি কর্তৃক ১০৯৫ টি বিরোধ আপোষে মীমাংসার চেষ্টা করে দ্রুততম সময়ে নিস্পত্তি করা হয়েছে।

    এতে ১৯০ টি দেওয়ানী, ৭৭ টি ফৌজদারী ও ১১২ টি পারিবারিক বিরোধ প্রিকেস অর্থাৎ বিচারের পূর্বেই বিনা খরচে সফলভাবে মীমাংসা করা হয়েছে। এর পাশাপাশি আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে নগদ টাকা আদায় হয়েছে ১,২২,০৪,০৯৪ (এক কোটি বাইশ লক্ষ চার হাজার চুরানব্বই টাকা। বিনা খরচে এই টাকাগুলো পেয়েছেন ভুক্তভোগী বিচারপ্রার্থী মানুষ।

    এছাড়া উক্ত ১৪ মাস সময়ে বিভিন্ন আদালতে বিচারাধীন ১৩ টি সিভিল, ১৭ টি ফৌজদারী ও ০১ টি পারিবারিক মামলা সফলভাবে মীমাংসা করা হয়েছে।

    এই ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গামাটি পার্বত্য জেলার লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ বলেন- লিগ্যাল এইড অফিসে জনবল ও পুরো জেলায় যাতায়াতের জন্য যানবাহন পাওয়া গেলে এই সেবা পুরো দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।

    এইবাংলা/সাব্বির

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর