20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    হাটহাজারীতে পরিমাপে কারচুপির দায়ে দোকানিকে জরিমানা

    আরও পড়ুন

    ::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী  প্রতিনিধি :::

    আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপে কারচুপি এবং মূল্য তালিকা না রাখার দায়ে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    রোববার (১৯ মার্চ) বিকালে পৌরসভা এলাকার কাঁচাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিমাপে কারচুপির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ও বিএসটিআই আইন অনুযায়ী ৭৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, বাজার মনিটরিং করে ওজন ও পরিমাপে কারচুপি এবং মূল্য তালিকা না রাখার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম অফিসের পরিদর্শক প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও মডেল থানার পুলিশ সদস্যগণ সহায়তা করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর