::: মোঃ মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ প্রতিনিধি :::
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঐতিহ্যবাহী “মরুদীপ ৭১” স্বাধীনতা পার্কে এডঃ নুরুজ্জামান ইকবালের আমন্ত্রণে আতিথ্য বরণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর,অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোখলেসুর রহমান বাদল।
শনিবার(১৮ই মার্চ) বিকাল ৩টার দিকে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঐতিহ্যবাহী “মরুদীপ ৭১” স্বাধীনতা পার্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর,অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোখলেসুর রহমান বাদল উপস্থিত হন।
এসময় তাকে প্রায় ৪০ রকমের তরকারী ও ১০ রকমের ফল দিয়ে আপ্যায়ন করা হয়।এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর,অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের জানান, আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরো জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেন। তাহলে আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।আমি সাংসদ হলে এ আসনের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন “মরুদ্বীপ ৭১” স্বাধীনতা পার্কের চেয়ারম্যান লায়ন এডঃ নুরুজ্জামান ইকবাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাকুন্দিয়া থানা শাখার সভাপতি এডঃ এ.কে.এম হাবিবুর রহমান (চুন্নু),কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র এজিএস এডঃ হাবিবুর রহমান ভুঁইয়া রিপন,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এস এইচ সাজিদ,বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাসুদুল ইসলাম সবুজ, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মোফাসসেল সরকার,বাংলাদেশ প্রেস ক্লাব,কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর ছাত্রলীগের সিনিঃ যুগ্ম -সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগ নেতা মোঃ সেলিম মিয়া,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আলমগীর হোসেন জনি।সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ শামসুজ্জামান দৌলত,বোরহান উদ্দীন মাস্টার,আব্দুর রহমান হাইছু।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ তিলু মিয়া,সাবেক সেচ্ছা-সেবকলীগ নেতা বরকত উল্লাহ নয়ন,সমাজসেবক কলোমদ্দীন,সমাজসেবক রমজান আলী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।