22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    বঙ্গোপসাগরে লবণবোঝাই ৫ ট্রলার ডুবি, নিখোঁজ ১

    আরও পড়ুন

    ::: আনোয়ারা ( চট্টগ্রাম) সংবাদদাতা:::

    বঙ্গোপসাগরে তীব্র বাতাসে লবণবোঝাই ৫টি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।রোববার (১৯) মার্চ সকাল আনুমানিক ৯টার দিকে আনোয়ারা রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

    ডুবে যাওয়া এসব ট্রলার থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আরো ১ জন। নিখোঁজ ব্যক্তি ও ট্রলারের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

    জানা যায়, ট্রলারগুলো মাতারবাড়ি কুতুবদিয়া, বাঁশখালী থেকে সাগরপথে লবণ নিয়ে যাচ্ছিল চট্টগ্রামের মাঝির ঘাটে। এই ঘটনায় ট্রলারে থাকা প্রায় সাত হাজার মণ লবণ পানিতে তলিয়ে গেছে বলে জানান উদ্ধারকারীরা।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ করে সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখতে পেয়ে আমরা ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। এসময় ২টি ট্রলার ভাসতে দেখা যায়।

    এ বিষয়ে কোষ্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোষ্টগার্ড ও নৌ পুলিশ তাদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো জানা যায়নি। আর ২টি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর