25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    ফিটনেসবিহীন গাড়ি প্রাণ নিয়েছে বিশজনের

    আরও পড়ুন

    ::: রাহাত আহমেদ :::

    মাদারীপুরের শিবপুরে ভয়াবহ বাস দূর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বিশজন যাত্রীর। সকাল পৌনে আটটায় ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চৌদ্দ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের মধ্যে চারজন হাসপাতালে নেবার পথেই মৃত্যুবরন করেন।

    রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

    জানা গেছে দ্রুতি গতির কারনে গাড়ি চালক বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেন নি। এই বাসের ফিটনেসের তথ্য অনুযায়ী ফিটনেস সনদের মেয়াদও শেষ।

    রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  করেছে, বাসটির (ঢাকা মেট্রো ব ১৫-৩৩৪৮) ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়ে গেছে।তবে বাসটির বৈধ নিবন্ধন ও ট্যাক্স টোকেন রয়েছে।

    এরআগে আদালত আদেশ দিয়েছিলেন ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে। এ আদেশ অনুসারে বিআরটিএ ব্যবস্থা নিয়েছে বলা হলেও সড়কে অবাধে চলছে ফিটনেসবিহীন গাড়ি। বিআরটিএ বলছে প্রত্যেক পেট্রোল পাম্পকে চিঠি দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যানার লাগিয়েছে এবং ফিটনেসবিহীন গাড়িকে জ্বালানি দিচ্ছে না। অথচ কোন পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশন গাড়িতে ফুয়েল দেবার জন্য ফিটনেস সনদই দেখে না৷

    ২০২০ সালে ফিটনেস বিহীন, আনফিট ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও নতুন সড়ক আইন-২০১৮ বাস্তবায়নে সারাদেশে প্রতি জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, সড়ক ও সেতু সচিবকে এই নির্দেশ দিয়ে আদালত বলেছিল, জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন,  আদালতের সেই সিদ্ধান্ত কাগজে কলমেই বাস্তবায়ন করা হয়েছে।

    বিআরটিএ কর্মকর্তারা জানান, গাড়ি মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নথি অনুযায়ী  গেল বছরে (২০২২) বিআরটিএ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর