27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    আউটার স্টেডিয়াম এলাকায় অবৈধ স্থাপনা সরালো জেলা প্রশাসন

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামকে ঘিরে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা দুই সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। স্থাপনেগুলো নিজ উদ্দ্যেগে সরানো না হলে এগুলো গুঁড়িয়ে দেবার  ঘোষণা দিয়েছেন  তিনি। সেই ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের কাজির দেউড়ীস্থ আউটার স্টেডিয়াম এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

    রবিবার দুপুরে জেলা প্রশাসন চট্টগ্রামের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরডিসি নু এমং মং মারমা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান  বলেন, আউটার স্টেডিয়ামের যে মাঠ রয়েছে সেটি আমরা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়েছে। মাঠের যে অংশটুকু রয়েছে সেটি লাল দাগ দিয়ে চিহ্নিত করার পর লাল খুঁটি গেঁড়ে দেয়া হয়েছে ।

    তিনি বলেন,  মাঠের ভেতরে যদি কোনও স্থাপনা থাকে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এসব স্থাপনা সরাতে একটি যুক্তি সংগত সময়ও দিয়েছিলাম। সে সময়ের মধ্যে স্থাপনাগুলো সরায়নি। আজ আমরা অ্যাকশনে গিয়েছি। চট্টগ্রামে ১৫টি উপজেলায় ১৯১ ইউনিয়ন রয়েছে। এক বছরের মধ্যে ১৯১টি খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এখন থেকে নগরীর আউটার স্টেডিয়াম কেবল খেলার কাজে ব্যবহার হবে। খেলার মাঠে মেলা নয় এই স্লোগানকে সামনে নিয়ে নগরীর সব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ।

    এইবাংলা /হিমেল

    - Advertisement -spot_img

    সবশেষ খবর