27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি দোকান

    আরও পড়ুন

    :::পিরোজপুর প্রতিনিধি ::

    পিরোজপুর পৌরসভার বৌদ্ধপাড়া মোড় সংলগ্ন সি অফিস ব্রিজের সাথে ৬টি দোকান আগুনে পুড়ে ধূলিসৎ হয়ে যায়। ফায়ার সার্ভিস পিরোজপুর এই বাংলাকে জানান রাত তিনটার দিকে শর্টসার্কেট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

    খবর পেয়ে ফায়ার ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট দীর্ঘ ৪০ মিনিট কাজ করার পরে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। ,ততক্ষণে ছয়টি দোকান পুড়ে হয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়  রাত তিনটার দিকে কোন একটি দোকানে হঠাৎ আগুন কুন্ডুলি দেখতে পায় পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে।  কিন্তু মোটরসাইকেল গ্যারেজে ঝালাই গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুনের তীব্রতা  বেড়ে যায় এতে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।

    ততক্ষণে মোঃ নুরুল হক-ডিপার্টমেন্টাল স্টোর ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামালসহ মোহাম্মদ নুরুল ইসলাম মোটরসাইকেল গ্যারেজ ও পার্টসের দোকান,কাদের ফার্নিচার,বাবু ঔষধের দোকান ও জুলফিকারের ঔষধ এর দোকানসহ ৬ টি দোকান পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়।

    সকাল দশটার দিকে মাননীয় মন্ত্রী স,ম, রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান দেবার কথা বলেন।
    সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করে  ফায়ার ডিফেন্স রিপোর্ট  করবে ।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর