::: জোবাইর চৌধুরী :::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসুচী গ্রহন করেছেন প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ।
শুক্রবার সকালে থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মসজিদে খতমে কোরান, পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান করা হয়েছে ।
উপজেলা পরিষদ ভবনের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোঃ কামাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ সময় জাতির জনককে নিয়ে ছড়া কবিতা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রনব সিকদার, শম্পা দাশ, অর্ণব ধর,অন্কিত বিশ্বাস সহ আরো অনেকে ।পরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১২ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১২ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান প্রদান করা হয় ।
এছাডাও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় । আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয় ।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশুদিবস উপলক্ষে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং কেক কাটা হয়।
উপহার সামগ্রী বিতরণ ও কেক কাটেন মোস্তাফিজুর রহমান চৌধুরী,এমপি।
সাথে উপস্থিত ছিলেন উপজেলা সাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার , এতে উপস্থিত ছিলেন ডা. দিদারুল হক আবাসিক মেডিকেল অফিসার মহোদয় , সহ সকল সহকারী সাজর্ন মহোদয় , ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র ষ্টাফ নার্সসহ সকল কর্মচারীবৃন্দ। এদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁশখালী আওয়ামীলীগ কার্য্যালয়ে জাতির জনকের জীবনি ও জন্মদিন শীর্ষক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।