25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে তুলে নিয়ে গেছে কেএনএফ

    আরও পড়ুন

    ::: বান্দারবান প্রতিনিধি :::

    বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়ন থেকে অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে তুলে নিয়ে গেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। অপহৃত দুজনের নাম জানা গেছে। তারা হলেন- অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার, বান্দরবানের রুমা উপজেলার জিপচালক মো. মামুন।

    শুক্রবার রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান, বুধবার দুপুরে উপজেলার পাসিং পাড়ায় সীমান্ত সড়ক নির্মাণ কাজের সময় তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তাদের উদ্ধারে অভিযান চলছে।

    রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সীমান্ত সড়কে কাজের সময় তিনজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি।

    উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আগে বান্দরবানে ‘মগ পার্টি’ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা শুরু হয়। মারমা জাতিগোষ্ঠীর কিছু সদস্য এ দল গঠন করে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ আত্মপ্রকাশ করল কেএনএফ। গত ১১ মার্চ শনিবার বান্দরবানের থানচি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দুই শ্রমিক আহত হন। এ ঘটনায় নিখোঁজ হন চারজন। ওই ঘটনার জন্য পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-কে দায়ি করা হয়।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর