::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি:::
চট্টগ্রামের হাটহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিকা রত্ন মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাসেক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, সিনিয়র সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাবলু দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দীন প্রমুখ।