25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

    আরও পড়ুন

    ::: মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি ::: 

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, সাময়িক বেসাময়িক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচী পালন করছে।

    শুক্রবার (১৭ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাম্মদ হামিদা বেগম বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

    এর পর পর রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলার বীর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্কুল, কলেজের শিক্ষক- শিক্ষার্থী, সহ জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পমাল্য অর্পণ শেষে, রাঙামাটি সরকারি কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য ‍র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সামনে এসে শেষ হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এউপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর