::: ফটিকছড়ি প্রতিনিধি :::
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষ। সকাল সাড়ে ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে পৌর এলাকার ২২টি ভোট কেন্দ্রে প্রায় ৪৮ হাজার ৩৩৮ জন ভোটার তাঁদের ভোটারিধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ২৫ জন। মহিলা ভোটার ২২ হাজার ৭ শত ১৩ জন। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২২টি ভোট কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটার ও ভোটগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ও র্যাবের মোবাইল টিম ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।