18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    নাজিরহাটে কাল পৌর নির্বাচন, এজেন্টদের হুমকির অভিযোগ

    আরও পড়ুন

    ::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

    নাজিরহাট পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের গ্রেফতারের  হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার  পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে৷ ভোটের একদিন আগে এজেন্টদের হুমকি দিচ্ছে পুলিশ এমন অভিযোগ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও মেয়র প্রার্থীর। এবারের নির্বাচনে বিএনপি-জামাতসহ সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত রয়েছেন। কিন্তু বিএনপি জামাত সমর্থক হিসেবেই হুমকি দেয়া হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টকে।

    স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের কাছে গ্রেপ্তারের হুমকির কথা ফোন করে বললেও,  নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রার্থী ও তাদের সমর্থকদের। চট্টগ্রাম  জেলা নির্বাচন কর্মকর্তা নাজিরহাট পৌরসভার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

    সুয়াবিলের আবু মোহাম্মদ আনসার জানান, ‘ বুধবার সন্ধ্যায় পুলিশের এসআই গাড়িভর্তি কনস্টেবল নিয়ে  এসে এজেন্ট হিসেবে কেন্দ্র না যাবার জন্য হুমকি দিচ্ছে। রাত দশটায় দিকে আবারও জগ মার্কার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া হচ্ছে। ‘

    নাজিরহাটের গণমাধ্যমকর্মীদের কাছেও বিভিন্ন এলাকা থেকে অনেকেই ফোন করে তাদের হুমকি দেবার কথা জানিয়েছে। তবে এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে মামলা না থাকলে কেন খোঁজ নেয়া হবে?  নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ  করার জন্য উপরের নির্দেশনা আছে।

    নাজিরহাট পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা জানান, ‘ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে  পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কাউকে হয়রানি বা হুমকির অভিযোগ পাই নি। ‘

    আগামীকাল বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরআগে মঙ্গলবার রাত ১২ টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে  ৫ মেয়র প্রার্থী , সংরক্ষিত আসনে ৮ জন, কাউন্সিলর পদে সাধারণ আসনে ৪১ প্রার্থীসহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে জাহেদ চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীকে আনোয়ার পাশা ও চামচ প্রতীকে জাহাঙ্গীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জগ মার্কা প্রতীকে ইসমাইল গণি, নারিকেল গাছ প্রতীকে নাসির উদ্দিন চৌধুরী।

    এইবাংলা/হিমেল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর