দিলীপ দাস, প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায়
“নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
(১৫ই মার্চ)বুধবার সকালে ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, নির্বাহী অফিসারের অফিস সহকারি প্রূথোয়াই মারমা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তার অধিকার রক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।