25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    রোহিঙ্গা নেতাকে এলোপাতাড়ি গুলি

    আরও পড়ুন

    ::: উখিয়া প্রতিনিধি :::

    কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আবারও দুর্বৃত্তদের গুলিতে মো. রফি (২৮) নামে এক রোহিঙ্গা নেতা আহত হয়েছেন। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি জানান, আজ সকাল ৭টার দিকে বালুখালী ক্যাম্প ৮/ইস্টের বি-৩৫ ব্লকে রফিকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশী রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ব্র্যাকের প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

    তিনি আরও জানান, পরিস্থিতি এপিবিএন ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এর আগে গত ৮ মার্চ কুতুপালং-২ ইস্ট ক্যাম্পের একটি চায়ের দোকানের সামনে রোহিঙ্গা নেতা সৈয়দ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি (ক্যাম্পের প্রধান নেতা) ছিলেন।

    এদিকে,  সাম্প্রতিক সময়ে অনিয়ন্ত্রিত অপরাধ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ও নিরাপত্তার অভাবে সব সময়ই ক্যাম্পের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড উদ্বিগ্ন করে তুলেছে রোহিঙ্গাদের।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর