18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    সীমা গ্রুপের পরিচালককে গ্রেফতার করেছে শিল্প পুলিশ

    আরও পড়ুন

    ::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

    চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মঙ্গলবার। মঙ্গলবার রাতেই সীমা অক্সিজেন প্লান্টের  পরিচালক সান্টুকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ।

    শিল্প পুলিশের একাধিক সুত্র, সীমা গ্রুপের  পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে আটক  করার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিষয়টি  নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর মোহাম্মদ শামশুদ্দীন  বলেন, রাতে নগরীর মুরাদপুর থেকে মামলার দুই নাম্বর আসামী পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণে নিহত শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেছিলেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

    পুলিশের সুত্রমতে, ‘ সীমা অক্সিজেন লিমিটেডের ফায়ার লাইসেন্সসহ নিরাপত্তা সংক্রান্ত সবকিছুতে ঘাটতি ছিল। অদক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দিয়ে চালানো হচ্ছিল কারখানা।

    চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে।  চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান।

    এদিকে, তদন্ত প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা না হলেও প্রতিবেদনে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান জানান, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে এই দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে। তবে এই মুহূর্তে প্রতিবেদনের বিষয়ে আর বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

    এদিকে, মঙ্গলবার  রাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সীমা স্টিলের পরিচালকের উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাড়িতে তল্লাসী চালায়। মামলার অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে এ তল্লাসী বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর মোহাম্মদ শামশুদ্দীন।

    প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন। ঘটনার দিন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর