18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    যাদের মা বেঁচে আছে, তাদের দেখলে আমার হিংসা হয়: এমপি মোস্তাফিজ

    আরও পড়ুন

    ::: বাঁশখালী প্রতিনিধি :::

    চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, ‘মাত্র ৪ বছর বয়সে আমার মা মারা গেছে। যাদের মা আছে, তাঁরা খুবই ভাগ্যবান। এ জন্য যাদের মা আছে, তাদের দেখলে আমার খুব হিংসা হয়। আগে সন্তানরা বাবার পরিচয়ে একাডেমিক সার্টিফিকেট পেতো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মায়ের অধিকারকেও প্রধ্যান্য দেওয়ার জন্য সার্টিফিকেটে মায়ের নাম অন্তর্ভুক্ত করেছেন।’

    সোমবার (১৩ মার্চ) দুপুরে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মা সমাবেশে এসব কথা বলেন তিনি।

    এসময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাঁশখালীর বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হয়েছে। আজ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন হয়েছে।’

    বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাঁশখালী ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় অনুস্টিত মা – সমাবেশে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো.কামাল উদ্দীন পিপিএম , উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক অধ‌্যাপক আবদুল গফুর, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা আবু সা‌লেক, উপ‌জেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, ইউআরসি মোঃ সেলিম উ‌দ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর মো. ছিদ্দিক, সৈয়দ আবু সুফিয়ান, বিদ‌্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি নীলকন্ঠ দাশ, সা‌বেক সভাপ‌তি এড‌ভো‌কেট নুরুল আবছার, উত্তম‌ কুমার কারন, কাউ‌ন্সিলর রো‌জিয়া সুলতানা, আবদুল অদুদ লেদুসহ বিদ‌্যাল‌য়ের শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর