28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    রমজান মাসে কর্মদিবসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    এবার রমজান মাসে কর্মদিবসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেয়া হয়।

    বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

    বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলছে। সাধারণ সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। রোজা শুরুর দিন থেকে নতুন সূচিতে অফিস চলবে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি।

    এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে বলেও জানান মাহবুব হোসেন।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর