22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    মাগুরায় জাল পাসপোর্ট করতে এসে এক ভারতীয় নারী আটক

    আরও পড়ুন

    :::মাগুরা প্রতিনিধি :::

    আধার কার্ডধারী ভারতীয় নাগরিক সবিতা রানী ঘোষ মাগুরা পাসপোর্ট অফিসে বাংলাদেশী জাল পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন । তাকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

    মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভীন নুপুর জানান, রবিবার দুপুরে মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পরিচয়ে সবিতা রানী ঘোষ নামে এক মহিলা পাসপোর্ট করতে আসে। তার কথাবার্তায় সন্দেহ হলে তার জাতীয় পরিচয় পত্র দেখানোর অনুরোধ করলে সে একই সাথে ভুলক্রমে বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড এবং ভারতীয় আধার কার্ড বের করে। ভারতীয় আধার কার্ডে দেখা যায় সে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার বাহিরগাছি গ্রামের বাসিন্দা।

    রোববার (১২ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

    পাসপোর্ট অফিস সূত্র জানায়, সকালে পাসপোর্টের জন্য আবেদন জমা দেন সবিতা রানী বিশ্বাস। আবেদনের সঙ্গে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সনদ উপস্থাপন করেন। উপস্থাপিত কাগজপত্র যাচাই-বাছাইকালে সবিতা রানীর কাগজপত্রের সঙ্গে ভারত সরকারের দেওয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় সবিতা রানী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

    আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নূপুর বলেন, সবিতা রানী ভারতীয় নাগরিক নিশ্চিত হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

    এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, একই ব্যক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরে তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়

    এইবাংলা/তুহিন/প্রতিনিধি

    - Advertisement -spot_img

    সবশেষ খবর