::: চট্টগ্রাম ব্যুরো :::
মিরেরসরাইয়ে বেজা সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প ও করেরহাট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ২৫ মালিককে ১ কোটি ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৫ জমির মালিককে স্বশরীরে মিরেরসরাই গিয়ে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। রবিবার দুপুরে মিরেরসরাইয়ে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেয়া হয়। এসময় মিরেরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মিরেরসরাই মো: মিজানুর রহমান ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত এলএ চেক গ্রহণকারী জমিলের নেসা মাঠ পর্যায়ে চেক বিতরণের বিষয়ে জানতে চাইলে বলেন, মিরেরসরাই থেকে চেক পাওয়ায় কষ্ট করে শহরে যেতে হয়নি। এতে তার যাতায়াতের খরচ ও সময় নষ্ট হয়নি।