::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি:::
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার হেলাল চৌধুরী পাড়া এম কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়ন, ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শফিকুল আনোয়ারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জায়নুল আবেদীন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসনিম আক্তার কাকলী, দৈনিক যায়যায়দিনের হাটহাজারী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ বোরহান উদ্দীন, ফতেপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা নিলুপার ইয়াসমিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ শামসুল আলম মাষ্টার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আবছার ও শিক্ষক-অভিভাবক সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া অভিভাবকবৃন্দরাও মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সহ সবাইকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নবান হওয়ার উপর এবং বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়ন, ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের স্বীকৃতি প্রদান, শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে পরামর্শ মূলক বক্তব্য রাখেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বক্তব্য আরো বলেন, অত্র বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে আওলাদ এ নেওয়াজ সর্গ। সে বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণীর ছাত্র, আজ তাকে নিয়ে আমরা গর্ব করি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সে প্রথম স্থান অর্জন করেছে। পরে বিদ্যালয় পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং বিদ্যালয়ের ১৫জন মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে ১৫জন অভিভাবকের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।