::: চট্টগ্রাম ব্যুরো :::
চট্টগ্রাম সীতাকুণ্ডের ৭ নং কুমিরা ইউনিয়ন ভূমি অফিসের কেজুয়াল কম্পিউটার লেখক কামরুল হোসেন গ্রামের মানুষের সাথে সুকৌশলে বিভিন্ন জায়গা জমির নকল দলিল, সীল, ও স্বাক্ষর জাল করে প্রতারনার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড থানার আকিলপুর গ্রামের হাবীব উল্লাহ বাড়ীর মোঃ আবু মুনসুর গং।
সংবাদ সম্মেলনে আবু মুনসুর এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ গিয়াস উদ্দিন।এই সময় উপস্থিত ছিলেন ভূক্তোভোগী পরিবার এর পক্ষে শাহানারা বেগম, হাসিনা বেগমসহ অন্যন্যরা।
এই সময় বক্তারা বলেন, এই দলিল লেখক ও তার পিতা মোঃ রফিক দীর্ঘদিন যাবত এই দলিল জালিয়াতি করে আসছে। আমরা আমাদের জায়গায় ভূমি কর দিতে গিয়ে দেখি আমাদের জায়গায় জলিল দলিল তৈরি করে এই প্রতারক কামরল হোসেন। পরে এই ব্যাপারে আমরা থানা অভিযোগ করলে সে আমাদের উপর ক্ষীপ্ত হয়ে হত্যার হুমকি দেয়। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রসাশন ও মাননীয় ভূমি মন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি এই প্রতারকের বিচারের দাবীতে।