20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    এসেনসিয়াল ড্রাগসের ৪৭৭ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৪৭৭ কোটি টাকা লোপাটের অভিযোগের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত।

    এ বিষয়ে অনুসন্ধান করে আগামী ১৪ মে এর মধ্যে দুদককে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পাশাপাশি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ বিষয়ে প্রতিবেদন এবং দৈনিক মানবজমিন পত্রিকার সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে আগামী ১৪ মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

    রোববার (১২ মার্চ) ঘটনাটি নিয়ে দৈনিকে মানবজমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

    রুলে অনিয়মের মাধ্যমে এসেনশিয়াল ড্রাগস থেকে বিপুল অর্থ আত্মসাতে জড়িত ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা-ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

    দুদক, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খানও উপস্থিত ছিলেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর