::: নিজস্ব প্রতিবেদক :::
বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ মার্চ) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৈঠকে আমরা সাম্প্রতিক ও বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। দেশের মানুষ যেসব বিষয় পর্যবেক্ষণ করছে সেসব বিষয়ে অর্থাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া দেশের মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে সেই দৃষ্টিভঙ্গি রয়েছে।
আমীর খসরু বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় আছে। সেই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আবারও দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তবে দেশ যে সঙ্কটের দিকে যাবে সেই বিষয়ে তারা জানতে চেয়েছে। এই সরকার তো বিদেশেও ষড়যন্ত্র করছে।