::: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :::
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে তারা আন্দোলন শুরু করার এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা করে। রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভনের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চ্যানেল 24 এর ক্যামেরা ভাঙচুর করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
ভাঙচুরের সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করছেন। তাদের ক্যাম্পাস থেকে বের করতে হবে। এই বলে তাদের ওপর হামলা চালান।
এর আগে, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১০টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশ রুপ নেয়।
সেখানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে আসলে অবরুদ্ধ হন। পরে সেখান থেকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শাবাস বাংলাদেশ মাঠে আসলে শিক্ষার্থীরা সেখানে তাদেরকে অবরুদ্ধ করেন। পরে সেখান থেকে চলে আসার পথে সিনেট ভবনের একপাশে উপাচার্যকে আবার অবরোধ করেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন।
এর আগে, রোববার (১২ মার্চ) বেলা ১১টায় শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যে বাসভবনের সামনে এসে জড়ো হয়। এর আগে, সকাল ১০টায় তারা প্রশাসন ভবনে তালা লাগিয়ে বেশ কিছু দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে।
তাদের দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক হিসেবেও গড়ে তোলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিনির্ধারণীতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করা।