::: আন্তর্জাতিক ডেস্ক :::
মার্কিন যুক্তরাষ্ট্রে স্টার্টআপ ব্যবসায় শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক শুক্রবার বন্ধ করে দিয়েছে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রকরা। ২০০৮ সালের পর মার্কিন ব্যাংকিং খাতে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা। বিবিসি ও এএফপির খবর।
ব্যাংকটির নিয়ন্ত্রণ নেবে ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এফডিআইসি জানিয়েছে, ব্যাংকটির সম্পত্তি বিক্রি করে সেই অর্থ গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে।
ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে আরও ২২৫ কোটি শেয়ার বিক্রি করা হতে পারে; এমন ঘোষণার পরই এমন পরিস্থিতির তৈরি হয়। মূলত, মার্কিন সরকারি বন্ড বিক্রির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকটি শেয়ার বিক্রি শুরু করে। ফলে গ্রাহকদের মধ্যে টাকা উত্তোলনের হিরিক পড়ে যায় এবং ব্যাংক খাত সম্পর্কে তাদের মনে ভীতির সঞ্চার হয়। বৃহস্পতিবার ব্যাংকটি শেয়ারে একদিন তাদের রেকর্ড পতন দেখে। এদিন ৬০ শতাংশেরও বেশি শেয়ারের পতন হয়।
নিয়ন্ত্রণ নেয়ার সময় কর্মকর্তারা জানিয়েছেন, (ব্যাংকটিতে) বিমা করা আমানতকারীদের রক্ষা করার জন্য কাজ করছেন তারা। ব্যাংকটি ‘অপর্যাপ্ত তারল্য ও দেউলিয়াত্বের’ মুখোমুখি হয়েছে বলেও জানান তারা।
অন্যান্য ব্যাংকগুলোও এমন সমস্যার মুখোমুখি হতে পারে এমন আশঙ্কার কারণে বৃহস্পতিবার ও শুক্রবারের প্রথমদিকে বিশ্বব্যাপী ব্যাংক শেয়ার ব্যপক বিক্রি হয়।
শুক্রবার ওয়াশিংটনে বক্তৃতা দেয়ার সময় মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন জানিয়েছেন, তিনি সিলিকন ভ্যালি ব্যাংকসহ অন্যান্যগুলোর সাম্প্রতিক অবস্থা ‘খুব সতর্কভাবে’ পর্যবেক্ষণ করছিলেন। পরে তিনি শীর্ষ ব্যাংকিং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইয়েলেন এসব ব্যাপারে ব্যাংকিং খাত নিয়ন্ত্রকদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন, ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল আছে।