24 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    আউটার স্টেডিয়ামের মেলা বন্ধ করলো চট্টগ্রামের জেলা প্রশাসন

    আরও পড়ুন

    ::: চট্টগ্রাম ব্যুরো ::: 

    চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে “লিডিং ই কমার্স সোসাইটি, চট্টগ্রাম” নামে একটি প্রতিষ্ঠান আজ বিকাল থেকে মেলার আয়োজন শুরু করেছিল। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম এবং সদর সার্কেল এর এসিল্যান্ড জনাব মো: রাজিব হোসেন। তৎক্ষনাৎ মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং বাশ, ব্যানার ও তাবু খুলে ফেলা হয়।

    উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয় , আউটার স্টেডিয়ামে আর কোন মেলা হবে না। এই জায়গা সংরক্ষিত থাকবে বাচ্চাদের খেলার জন্য। এরপর বিগত ২ মার্চ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমে ঘোষণা দেন চট্টগ্রামের মানুষের ক্রীড়া ও বিনোদনের জায়গা হিসেবে আউটার স্টেডিয়ামকে একটি দৃষ্টিনন্দন মাঠে রূপান্তর করা হবে। এর পরেও আজ বিকাল থেকে সেখানে দোকান পাট বসাতে শুরু করে লিডিং ই কমার্স সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান।

    কার কাছ থেকে অনুমতি পেয়েছেন জানতে চাইলে ই কমার্স সোসাইটির একজন কর্মকর্তা বলেন, “তারা গত জানুয়ারি মাসে অনুমতি নিয়েছিলেন, সিজেকেএস কে জায়গা ব্যবহারের জন্য অগ্রিম ভাড়াও দিয়েছিলেন।”

    উপস্থিত জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক পদাধিকারবলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তার ঘোষণার পর এখানে আর কোন মেলার আয়োজন করা যাবে না। লিডিং ই কমার্স সোসাইটি যে পরিমাণ টাকা ভাড়া হিসেবে জমা দিয়েছিল, তা তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। ভবিষ্যতে এ ধরণের মেলাসহ সকল প্রকার মেলা আয়োজনের জন্য আমরা শহরের অদূরে একটি জায়গা ঠিক করেছি। সেখানে সব মেলা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। “

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর