::: নিউজ ডেস্ক :::
উত্তর কোরিয়া পীত সাগরে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি দক্ষিণ কোরীয় বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় অন্তত ৬টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ২ কোরিয়ার মাঝে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী শুরু হতে পারে।
আজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি অবস্থিত অসামরিক জোনে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে পিয়ং ইয়ং।
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রোদং সিনমুন কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দেশটির পশ্চিম ফ্রন্টে হোয়াসং কামান ইউনিটের মহড়ায় অংশ নিতে দেখা গেছে।
রোদং জানায়, ‘কিম জং উন অষ্টম ফায়ার অ্যাসল্ট কোম্পানির যুদ্ধ প্রস্তুতি নিরীক্ষা করেন।’
সংবাদমাধ্যমটি আরও জানায়, এই কামান ইউনিটের দায়িত্ব ‘প্রয়োজনবোধে পশ্চিম ফ্রন্টে অবস্থিত শত্রুপক্ষের বিমানঘাঁটিতে হামলা চালানো’।