::: নিজস্ব প্রতিবেদক :::
সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়ি থেকে সিনেমা স্টাইলে ডাচ বাংলা ব্যাংকের ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করা হয়েছে। সিকিউরিটি প্রতিষ্ঠান মানি প্লান্টের গাড়ি থেকে ডাকাত দলের ছিনিয়ে নেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা থেকে প্রায় ৯ কোটি টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচ ডাকাত ও দুজন কর্মকর্তাকে ।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে ডাচ্-বাংলা ব্যাংকের সাভারের ইপিজেড বুথে টাকা নেওয়া হচ্ছিল। এসময় উত্তরায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ডাকাতির সময় ডাকাত দলের একজন নিজেকে ডিবি পরিচয় দেন। মাইক্রবাস করে ডাকাতদল মানি প্লান্টের গাড়ি থামিয়ে টাকাগুলো লুট করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। একটি চক্র গাড়িটি ঘিরে ধরে বুথে টাকা ঢোকানোর বাক্স নিয়ে যায়। ওই বাক্সে সোয়া ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই ডাকাতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিকেল সাড়ে চারটার দিকে খিলক্ষেতের অভিজাত লা মেরিডিয়ান হোটেলের আশপাশে অভিযান চালিয়ে ডিবি এই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। সুত্রমতে, তাঁদের কাছ থেকে তিনটি ট্রাংক উদ্ধার করা হয়। ওই তিন ট্রাংক থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় সুত্রটি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মানি প্ল্যান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুজন পরিচালকসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। টাকা পরিবহনের জন্য বিশেষভাবে ‘মডিফাইড’ মাইক্রোবাসে থাকা নিরাপত্তাকর্মীদের খালি হাতেই কুপোকাত করেছিল ছিনতাইকারীরা। এই লুটকাণ্ডের পর কিছু টাকা উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে টাকা পরিবহনে নিয়োজিত কোম্পানির কয়েকজনও রয়েছেন।
ঘটনার পরপর থানা পুলিশ, ডিবি, পিবিআইসহ পুলিশের কয়েকটি ইউনিট বিভিন্ন সড়কে তল্লাশি শুরু করে। এরপর বিকাল ৫টার দিকে খিলক্ষেত এলাকা থেকে কালো হাইয়েস মাইক্রোবাসটিসহ ৩টি টাকার ট্রাঙ্ক উদ্ধার করা হয়।