::: সালমান কবির :::
নতুন করে সাজানো বাংলাদেশ দল চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়েছে, তাও আবার চিত্তাকর্ষক ফ্যাশনে ১৫৭ রান তাড়া করে। নতুন চেহারার দলটি যেখানে একজন খেলোয়াড় আট বছর পর ফিরে এসেছে দুই বছর পর ; আরেকজনের অভিষেক হওয়া নতুন চেহারার সেই দলই বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করেছে। দুই ওভার হাতে, ছয় উইকেটে বাংলাদেশের টি-টোয়েন্টিতে এমন পারফরম্যান্স দেখা খুবই বিরল।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাটিং পেয়ে বাটলারের ৪২ বলে ৬৭ রানে ১৫৬ পর্যন্ত করতে পেরেছিল ইংলিশরা। ওই রান মাত্র চার উইকেট হারিয়ে ২ ওভার আগেই টপকে যায় বাংলাদেশ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে ইংলিশরা।
৩০ বল খেলে নাজমুল হাসান শান্ত ৫১ রান করে দলকে এগিয়ে দেন। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত সাবিক আল হাসান দলের বিজয় চুড়ান্ত করেছেন। মার্ক উুট দুটি উইকেট ছিনিয়ে নেন। ২৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া বিপিএল মাতানো তৌহিদ হৃদয়।
হাসান মাহমুদ কৃপণ ডেথ ওভারে নেতৃত্ব দেওয়ার পরে – ইংল্যান্ড শেষ চার ওভারে মাত্র ২১ রান করেছিল – ব্যাটাররা টি-টোয়েন্টি তাড়াতে যা করার আশা করা হয়েছিল তাই করেছে। উদ্দেশ্য নিয়ে ব্যাট হাতে মাঠে নেমে উড়ালো ইংল্যান্ডকে। যতি বাংলাদেশি ব্যাটিং এপ্রোচে এতদিন এমন মারমুখী চেহার অনুপস্থিত ছিল। তার উপর লিটন দাস এবং রনি তালুকদার, আট বছর পর দলে ফেরা খেলোয়াড়। শুরুতেই বাউন্ডারি হাঁকান, আগে নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় দ্রুত পার্টনারশিপে চাপ বজায় রাখেন ইংল্যান্ডের উপর।
৫১ রানে পড়ার আগে শান্ত তার শেষ চার ইনিংসে তার তৃতীয় অর্ধশতক করেন। অধিনায়ক সাকিব আল হাসান এবং আফিফ হোসেন এরপর অবশিষ্ট রান করে মাঠে দৌড়ে। ৫.৪ ওভারে অবিচ্ছিন্ন ৪৬ রানের তাড়া সম্পূর্ণ করতে ; সাকিব অপরাজিত থাকেন ৩৪ রানে। আফিফ দুটি চারের সাহায্যে ১৫ রান করেন, যার মধ্যে একটি ক্লাসিক কভার ড্রাইভ।
আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার।ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যাপ্টেন জজ বাটলার। এছাড়া ওপেনার ফিল স্টল করেন ৩৮ রান। ওপেনিংয়ে তার ৮০ রানের জুটি গড়েন। এছাড়া মার্ক উড করেন ২০ রান।বল হাতে পেসার হাসান ৪ ওভারে ২৬ রানে নেন দুটি উইকেট। এছাড়া সাকিব,নাসুম,মোস্তাফিজ ও তাসকিন একটি করে উইকেট নেন।
সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। নবাগত তৌহিদ হৃদয়সহ পাঁচ খেলোয়াড়কে দলে এনে দলে অনেক পরিবর্তন আনে বাংলাদেশ।এর আগে, ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সোমবার মিরপুরে সংবাদমাধ্যমে আসন্ন সিরিজ নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেই কথা রাখলো সাকিবের দল।
ইসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনোর বলেন, ‘এটা দারুণ যে ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াড ২০১৬ সালের পর আবার বাংলাদেশে এসেছে। এই অধীর-প্রত্যাশিত সফরের জন্য ঢাকা ও চট্টগ্রামে যে পরিবেশ তৈরি হবে তা ছিল চমৎকার। বাংলাদেশ জুড়েই ক্রিকেটের প্রতি প্যাশন দারুণ। আমরা একটা কঠিন চ্যালেঞ্জ আশা করেছিলাম, এমন এক দলের বিপক্ষে যাদের ঘরের মাঠে দারুণ রেকর্ড।’