28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত

    আরও পড়ুন

    ::: দিলীপ দাশ প্রতিনিধি ::: 

    রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দিরের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযঞ্জ মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসভা ৯ মার্চ বিকাল ৩ টার সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে ধমীর্য় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। এসময়  বিশেষ ধমীর্য় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধিপতি শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ।

    অনুষ্ঠানে পৌরহিত্যে করেন বৈষ্ণব প্রবর শ্রীল স্বরূপ মহারাজ বাবাজি,রাতে শুভ অধিবাস পরিচালনা করেন বৈষ্ণব প্রবর শ্রী সজল গৌর দে।

    মহতী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম বাবু,
    বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্যা বাপ্পী দেব, অমর নাথ চৌধুরী টিকলু, মগেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, দক্ষিণাশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী, বিমল দেব, পুলক চৌধুরী, পংকজ ভুষন চৌধুরী,হারাধন দাস, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিটন দত্ত, রাজু চৌধুরী, বিকাশ বিশ্বাস,পুলক সাহা, সুজিত কুমার কর, আশুতোষ দাস, রাজেশ দে, রনজিৎ দে,আশিষ বিশ্বাস, প্রবীর দত্ত, নয়ন চৌধুরী, প্রমুখ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর