উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::
পঞ্চগড়ে কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মুল হোতা মো: সুলতান ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে বোদা থানার পুলিশ।
সোমবার ( ২৪ মার্চ ) দুপুরে বোদা থানার পুলিশের একটি টিম ঠাকুরগাও জেলার ভুল্লী থানার ১১ মাইল নামক স্থান থেকে আসামী মো: সুলতান ইসলামকে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করা হয়।
মোঃ সুলতান ইসলাম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের মো: আব্দুল গফুরের ছেলে ।
এ সময় পুলিশ জানান, আসামী মো: সুলতান ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামী চুরির কথা স্বীকার করে বলেন, পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলের ভূয়া কাগজ তৈরী করে বিক্রয় করেছে উপজেলার, ময়দানদিঘী ইউনিয়নের, কাদেরপুর কোতয়ালপাড়া গ্রামের , মো: আবুল হোসেন ছেলে মো: মতিয়ার রহমানের কাছে।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বোদা থানার পুলিশের একটি টিম ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে পুলিশী অভিযান পরিচালনা করে একটি পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWJB49801, চেসিস নং MD2A11CY2JWB95670, মূল্য অনুমান-১,৫০,০০০/-,(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান এ যাবত সুলতানের বিরুদ্ধে বর্নিত মামলা সহ সর্বমোট-০৫ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।