25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    চাঁদাবাজ দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক প্রার্টি

    আরও পড়ুন

    জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে বলে মন্তব্য করে কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন,
    ‘জুলাই-আগস্টের যারা জীবন দিয়েছেন তারা কোনো তথাকথিত নির্বাচনের জন্য জীবন দেননি, তারা একটি সংস্কারের জন্য এবং নতুন রাজনীতির জন্য জীবন দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা বিগত দিনে ফ্যাসিবাদী কায়েম করেছে এবং আমার ভাই-বোনদের বিনা অপরাধে হত্যা করেছে তাদের বিচার আগে হতে হবে, বিচারের পরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হবে তার পর নির্বাচন চাই। আমরা ভালোবাসা এবং ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করব।’

    বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

    মো. আতাউল্লাহ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গুম হওয়ার আগে আমার সঙ্গে তার কথা হয়েছিল। তখন আমি বলেছিলাম- হয় প্রধানমন্ত্রী না হয় শাহাদতবরণ। তিনি শাহাদতবরণের পথ বেঁচে নিয়েছিলেন।’এ সময় আতাউল্লাহ আরও বলেন, ‘বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি নেই নাগরিক পার্টির কোনো সদস্যকে বিপদে ফেলবে, আপনারা যদি কোনো বিপথগামী না হন।’

    ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার প্রেসসচিবের কথার সূত্র ধরে বলেন, ‘তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল। তিনি বলেন, নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হবেন। আমরাও দেখতে পাচ্ছি, আগামীতে নাগরিক পার্টি সব জায়গায় নেতৃত্ব দেবে। দেশের অর্ধেক নারী, নারীদের নতুন দলে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি প্রতিটা ঘরে ঘরে নতুন রাজনৈতিক দল এনসিপি’র বার্তা নিয়ে যেতে হবে।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান লিটন।
    নাগরিক পার্টির জেলা সংগঠক ইয়াকুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতা জিহান মাহমুদ, জেলা সংগঠকআক্কাস মীর, আসাদুজ্জামান খোকন, জামসিদ মিয়া, মো. রুবায়েদ, আখাউড়া উপজেলা জামায়াত আমির মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর