রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছিলো।বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রওনা দেয়। ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
