28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

    আরও পড়ুন

    ::: রাহাত আহমেদ :::

    রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।  বিস্ফোরণের ঘটনায় ১৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ১৮ জনের মধ্যে দুজন নারী এবং ১৬ জন পুরুষ।

    রাত এগারোটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী এলে আবার শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

    এই বিস্ফোরণে  আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর