20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    অনন্য উচ্চতায় সাকিব

    আরও পড়ুন

    ::: ক্রীড়া প্রতিবেদক :::

    আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার চট্টগ্রামে তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় বাংলাদেশ।

    ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট ৭১ বলে দলীয় সর্বোচ্চ ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় দলের হয়ে সবচেয়ে বেশি ৪ উইকেট শিকার করেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করে ৫০ রানের জয় পায় বাংলাদেশ।

    দেশের জয়ে অবদান রেখে সাকিব হন ম্যাচ সেরা। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৫বার ম্যাচ সেরা হন সাকিব।

    আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে এনিয়ে ৪০বার ম্যাচ সেরা হলেন সাকিব। এই অনন্য কৃর্তী গড়ার পথে সাকিব ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ওয়াসিম আকরামকে।

    এই রেকর্ডে সাকিবের ওপরে আছেন ১২ জন। ৪১ বার ম্যাচ সেরা হয়ে সাকিবের ঠিক ওপরেই আছেন ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল ও মাহেলা জয়াবর্ধনে।

    ৭৬বার ম্যাচ সেরা হয়ে সবার ওপরে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৬২ বার জিতে দুইয়ে বিরাট কোহলি, ৫৮বার পেয়ে তিনে সনাৎ জয়াসুরিয়া। এছাড়া ৫৭ বার সেরা হয়েছেন জ্যাক ক্যালিস, ৫০ বার কুমার সাঙ্গাকারা।

    তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল, ২২ বার।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর