25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    চট্টগ্রাম বিভাগের অনুর্ধ-১৮ নারী ক্রিকেটারদের সিলেকশন ক্যাম্প শেষ হচ্ছে আজ

    আরও পড়ুন

    নিজস্ব প্রতিবেদক ::

    চট্টগ্রাম বিভাগের অনুর্ধ-১৮ নারী ক্রিকেটারদের ৩ দিনব্যাপী সিলেকশন ক্যাম্প শেষ হচ্ছে আজ(মঙ্গলবার)। ক্যাম্প শেষে নির্বাচন করা হবে ১৪ সদস্যের বিভাগীয় দল।

    বর্তমানে বন্দর নগরীর সাগরিকা বিভাগীয় স্টেড়িয়াম অনুশীলন মাঠের এই ক্যাম্পে প্রশিক্ষণ ও বাছাইয়ে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা ২৪ নারী ক্রিকেটার।

    এদিকে অনুর্ধ-১৮ নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও বাছাইপর্ব দেখতে সিলেকশন ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।

    এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটনসহ সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান অনুর্ধ-১৮ নারী ক্রিকেটারদের উদ্দেশে বলেন, শুধু খেলাধুলায়ই নয় সমাজের প্রত্যেকক্ষেত্রেই নারীদের এগিয়ে আসতে হবে। এবং তাহলেই দেশ সত্যিকার অর্থে উন্নত ও সমৃদ্ধশালী হবে। তিনি নারী ক্রিকেটারকে মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে চট্টগ্রামের ক্রিকেটের মান সমুজ্জ্বল করার জন্য উৎসাহিত করেন।

    উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইতোপূর্বে বাছাইকৃত ৩৩ অনুর্ধ-১৮ নারী ক্রিকেটার নিয়ে রোববার বন্দর নগরীর সাগরিকা বিভাগীয় স্টেড়িয়াম অনুশীলন মাঠে শুরু হয় মূল বাছাই।

    সেখান থেকে প্রথম দফায় ২৪ নারীকে নির্বাচন করা হয়। আর ক্যাম্পশেষে ১৪ দলের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। এই ক্যাম্পে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন সাজ্জাদ আহমেদ শিপন। এছাড়া কোচ হিসেবে আছেন, শামীম ফারুকী ও স্বদেশ চন্দ্র মজুমদার এবং সহকারী কোচ ফয়েজুল্লাহ সুমন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর