28 C
Dhaka
Monday, March 24, 2025
More

    চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি নেতাকে ছাড়াতে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

    আরও পড়ুন

    আল আমিন, নাটোর প্রতিনিধি ::

    নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

    এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

    আজ শনিবার দুপুরে লালপুর থানার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

    এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার কলোনি গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী।

    আটককৃতরা হলেন লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদলকর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ।

    এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন।

    এসময় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

    এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গতরাতে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। সকালে তাদের মুক্তির দাবিতে বিএনপির সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিষয়টির সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর